১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া- ২০২৫
জীবনে সফল হওয়ার মূলমন্ত্র কি - সফলতার কিছু গোপন রহস্য ।আপনি কি অল্প পুজি নিয়ে ব্যবসা করতে চাছেন ? তাহলে এই আর্টিকেল আপনার জন্য । আজ এই আর্টিকেলে আপনাদের জানাবো কিভাবে ১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসা করবেন । ২০২৫ সালে বাংলাদেশের কম পুজিতে সফল ব্যবসা করা একদম সম্ভব।
সূচিপত্রআজ আমরা জানবো ১০ হাজার টাকার মধ্যে শুরু করা যায় এমন ২৫ টি ব্যবসার আইডিয়া, যেগুলো দিয়ে আপনি নিজের ক্যারিয়ার করতে পারবেন । কম বাজেটের মধ্য ব্যবসা করতে চাচ্ছেন, 2025 সালে 10000 টাকায় ব্যবসা শুরু করা যাবে এমন 25 টি ব্যবসা নিচে দেওয়া হল।
আপনি ১০ হাজার টাকার মধ্যে যে ব্যবসা করতে পারবেন
বর্তমান চাকরির বাজার প্রতিযোগিতামূলক। অনেকেই নিজের ছোট ব্যবসা শুরু করে স্বাধীনতা খুঁজছেন । অনেকেই ব্যবসা শুরু করে নিজের স্বাধীনতা খুঁজছেন । ১০ হাজার টাকায় ব্যবসা শুরু করি আপনি নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন ।
আরও পড়ুন ঃ ৫ হাজার টাকায় ব্যবসা-স্বপ্নের শুরু কম বাজেটে
কম পুজিতে ব্যবসা শুরু করুন ঝুঁকি কম আর নিজের দক্ষতা ও দ্রুত বাড়ানো যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক ২৫ টি ব্যবসার আইডিয়া
হ্যান্ডমেড মোমবাতি বানানো ও বিক্রি
সুগন্ধি মোমবাতি বা ডিজাইনার ক্যান্ডেলের চাহিদা দিন দিন বাড়ছে । আপনি চাইলে মোমবাতি বানিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন । া এই ব্যবসা করতে আপনার পুঁজি বেশি লাগবে না কম পুজিতেই হয়ে যাবে এই সুন্দর একটি ব্যবসা । দশ হাজার টাকার মধ্যে আপনি নেট মোমবাতি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন ।
ঘরোয়া ফুট ডেলিভারি
ঘরে তৈরি খাবার অফিস বা ব্যাচেলরদের কাছে পৌঁছে দিতে পারেন । এই কাজগুলো আপনি অল্প বাজেটে করতে পারবেন । আপনি বাড়িতে কিছু খাবার তৈরি করে সেই খাবার অফিসে পৌঁছে দিতে পারবেন ।
এই ব্যবসাতেও আপনার বেশি পুঁজি লাগবে না । এটি একটি ভালো ব্যবসার আইডিয়া আপনি যদি ভালো রান্না করতে পারেন এবং সময় মত পৌঁছে দিতে পারেন, তাহলে আপনার ব্যবসাটা আরও গ্র করবে । আপনি চাইলে এই বিজনেসটা করতে পারেন অল্প বাজেটে ।
প্ল্যান্ট নার্সারি
এমন অনেক মানুষ আছে যারা ঘরের মধ্যে এখন গাছ সাজিয়ে রাখতে ভালোবাসে । তাদের উদ্দেশ্যে আপনি কিছু টবের মুগ্ধ প্ল্যান্ট নার্সারি করতে পারেন। এই ব্যবসাটা এখন বর্তমান ট্রেন্ডিংয়ে আছে আছে আপনি চাইলে এই ব্যবসাটা করতে পারেন। ছোট ছোট গাছ টবের মধ্যে লাগিয়ে পরে সেটা মানুষের কাছে বিক্রি করে দিতে পারে।
কাস্টম টি শার্ট প্রিন্টিং
আপনি যখন অল্প বাজেট দশ হাজার টাকার মধ্যে ব্যবসা করতে চাইবেন তখন আপনার জন্য এই ব্যবসাটি পারফেক্ট । অল্প পুঁজি দিয়ে এখানে ব্যবসা করতে পারবেন । এটি আপনি অনলাইনে করতে পারবেন যেটাকে বলে অনলাইন সেল ।
আপনার কাছে যখন অর্ডার আসবে তখন আপনি টি-শার্ট প্রিন্ট করবেন এতে আপনার রেডি স্টক এর দরকার হচ্ছে না । তাই আপনার দশ হাজার টাকার মত পুঁজি হলে আপনি এই ব্যবসাটা করতে পারবেন ।
ফটোগ্রাফি সার্ভিস
আপনি আপনার হাতের মোবাইল দিয়ে বিভিন্ন ইভেন প্রোডাক্ট বা সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট এর জন্য ভিডিও বানিয়ে ,সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পারবেন । অল্প বাজেটের মধ্যে লাভজনক একটা বিজনেস হতে পারে এটা ।
হোম টিউশন সার্ভিস
আপনি টিউশনি করাতে পারেন সেটা বাড়িতে বা অনলাইনে যেখানেই হোক এখানে আপনার কোন ইনভেস্ট করতে হচ্ছে না । এটা আপনার জন্য খুব লাভজনক একটি ব্যবসা । আপনি এখন বাচ্চাদের বাড়িতে গিয়ে সেখানে বাচ্চাদের টিউশনি করালে আপনার কোন ইনভেস্ট করতে হচ্ছে না ।
মোবাইল কভার বিক্রি
সস্তায় মোবাইল কভার কিনে এনে সেটাকে কাস্টম ডিজাইন করে আপনি অনলাইনে বা লোকাল মার্কেটে বিক্রি করতে পারেন । এই ব্যবসাটি ও অল্প পুঁজিতে আপনি করতে পারবেন । আপনি যদি মনে করেন কম টাকায় ব্যবসা করবেন তাহলে এই ব্যবসা আপনার জন্য ।
ইউটিউবে কনটেন্ট তৈরি করা
আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনি এই ব্যবসা করতে পারেন । বর্তমান সময়ে অনেক মানুষ এই ব্যবসা করছে কন্টেন তৈরি করছে । শুরুতে আপনার কোন দামি ক্যামেরা বা কোন কিছু দরকার নেই আপনার হাতে থাকা ফোন দিয়েই আপনি ভিডিও করতে পারেন এবং সেটা সোশ্যাল মিডিয়া ছেড়ে দিতে পারেন।
ডেকোরেশন সার্ভিস
আপনি বিভিন্ন ধরনের ছোটখাটো ইভেন্টেড ডেকোরেশন করতে পারবেন। যেমন বাচ্চাদের জন্মদিন ছোটখাটো কোন পার্টি, এসব আপনি সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করতে পারেন । এতে আপনার খুব বেশি বাজেটের প্রয়োজন নেই। ১০ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন এই ব্যবসা । অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা হতে পারে এটি ।
অনলাইন কুকিং ক্লাস চালানো
আপনি যদি ভালো রান্না করতে পারেন এবং রান্না করতে ভালোবাসেন তাহলে এটা কি আপনি আপনার ব্যবসা বানিয়ে চালাতে পারবেন। তার জন্য আপনি অনলাইনে কুকিং ক্লাস করতে পারেন ঘরে বসেই মোবাইলের মাধ্যমে আপনি সবাইকে রান্না শিখিয়ে টাকা ইনকাম করতে পারবেন । সে ক্ষেত্রে আপনার বাজেট বেশি হওয়ার দরকার নেই অল্প বাজেটে এই কাজটা আপনি করতে পারবেন।
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
সোশ্যাল মিডিয়া বলতে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম এসব বুঝতে পারেন । ছোট ব্যবসার ক্ষেত্রে ফেসবুক বা ইনস্টাগ্রামে পেজ খুলে সেখানে আপনি ব্যবসা করতে পারেন । এখন এমন অনেক মানুষ আছে যারা পেজ খুলে পেজের মাধ্যমে ইনকাম করছে । অল্প বাজেটে এ ব্যবসা হচ্ছে 10000 টাকার মধ্যে শুরু করতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়ার ব্যবসা ।
প্রিন্টেড মগ
আপনি চাইলে প্রিন্টেড মগ বানিয়েও অনলাইন বিজনেস করতে পারেন । গ্রাহক যেমন ডিজাইন যাবে তেমন ভাবে আপনি প্রিন্টেড মগ বানিয়ে দিতে পারেন । এটি এখন খুব জনপ্রিয়তা পেয়েছে , বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় এরকম প্রিন্টেড বানানো । আপনি যদি চান তাহলে আপনিও 10 হাজার টাকা বাজেটের মধ্যে এই ব্যবসা করতে পারেন ।
মাইক্রো ফ্রিল্যান্সিং
আপনি বিভিন্ন ধরনের লোগো ডিজাইন, কনটেন্ট রাইটি্ ভয়েস ওভার ইত্যাদি আরও বিভিন্ন কাজ করে আপনি ইনকাম করতে পারেন। এ ছোট ছোট কাজগুলো করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন।
হস্তশিল্প বা ক্রাফট
আপনি যদি হস্তশিল্পে পারদর্শী হয়ে থাকেন তাহলে আপনি এ কাজটি করতে পারেন এ কাজে আপনার বাজেট প্রয়োজন নেই । অনলাইন এর মাধ্যমে আপনি হস্তশিল্প বা অনলাইন ক্লাস নিতে পারেন অনলাইন ক্লাস করে সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন । আপনি যদি হস্তশিল্প বা রাখতে হন তাহলে এটা আপনার জন্য সুবর্ণ সুযোগ । আপনার এই দক্ষতা কি কাজে লাগিয়ে আপনি ব্যবসা করতে পারেন।
কেক বানিয়ে বিক্রি
আপনি যদি কেক বানাতে পারেন তাহলে আপনি এই ব্যবসাটি করতে পারেন । এই ব্যবসা করার জন্য খুব বাজেটের প্রয়োজন নেই দশ হাজার টাকার মধ্যেই আপনি শুরু করতে পারবেন।
অনলাইনে আপনি বিক্রি করতে পারবেন । এমন অনেক মানুষ আছে যারা ছেলে মেয়ের জন্মদিনে খুব শখ করে কেক কেনে আপনি তাদের কাছে বিক্রি করতে পারেন । এটি আপনার জন্য স্বল্প পুঁজিতে লাভজনক ব্যবসা হবে ।
কাস্টম আর্ট ওয়ার্ক বিক্রি
পোর্টেড কার্টুন, ওয়াল আর্ট এসব বানিয়ে অনলাইনে বিক্রি করতে পারবেন । এতে আপনার অল্প পুঁজিতেই ভালো একটি ব্যবসা হবে । অল্প পুঁজিতে ব্যবসা করতে চাইলে আপনি এ ব্যবসাটাও করতে পারেন ।
টেইলারিং সার্ভিস
আপনি যদি টেইলারের কাজ জেনে থাকেন তাহলে এই ব্যবসা করতে পারেন । একটা সেলাই মেশিন কিনে জামা কাপড় সেলাই করে সেল করতে পারেন । এই ব্যবসাটা আপনি দশ হাজার টাকার মধ্যেই শুরু করতে পারবেন । স্বল্প পুঁজিতে দারুন একটা ব্যবসা হতে পারে এটা ।
প্রোডাক্ট রিভিউ ব্লগ বা ইউটিউব চ্যানেল
আপনি যদি অনলাইনে কাজ করে থাকেন তাহলে স্পন্সর সম্পর্কে জেনে থাকার কথা । আপনি বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দিয়ে এবং স্পন্সরের থেকে ইনকাম করতে পারবেন । তার জন্য আপনাকে একটি ভালো পেজ থাকতে হবে সেখান থেকে আপনি প্রোডাক্ট রিভিউ বা স্পন্সর করে ইনকাম করতে পারবেন ।
হোম ডেকর আইটেম রিসেলিং
আপনি বিভিন্ন হোম ডেকর বানিয়ে বিক্রি করতে পারেন যেমন শোপিস , ছোট কার্পেট , টেবিল ল্যাম্প ইত্যাদি বানিয়ে বিক্রি করতে পারেন । এসব মানুষ খুব পছন্দ করে ঘরের সাজিয়ে রাখতে আপনি চাইলে এই ব্যবসাটাও করতে পারেন।
অনলাইন কন্টেন্ট রাইটিং সার্ভিস
আপনি যদি লেখালেখি করতে ভালোবাসেন তাহলে বিভিন্ন ব্লগ ওয়েবসাইটের জন্য আর্টিকেল লিখে ইনকাম করতে পারেন । এই কাজটি আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়েই করতে পারবেন । কোন ইনভেস্ট করার প্রয়োজন নেই আপনি শুধু লেখালেখি করতে ভালোবেসে থাকলে এই কাজটি করতে পারবেন । এমন বিভিন্ন ব্লগ ওয়েবসাইট আছে যেখানে আপনি লিখে দিতে পারেন বিনিময়ে টাকা নিতে পারবেন ।
উপসংহার
২০২৫ সালে ১০ হাজার টাকায় ব্যবসা শুরু করে নিজের ক্যারিয়ার গড়ে তুলুন । ছোট ব্যবসা মানেই ছোট স্বপ্ন নয় , বরং এটি হতে পারে বড় সফলতার শুরু । সঠিক পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবেন ।
মাত্র ১০ হাজার টাকা পুঁজি থাকলেও 2025 সালে ছোট পরিসরে ব্যবসা শুরু করা একদমই সহজ । আপনি যদি কৌশলী পরিকল্পনা ধৈর্য এবং স্মার্ট মার্কেটিং এগুলো থাকে তাহলে যে কোন আইডিয়া দিয়ে সফল হতে পারবেন । আপনি যে ব্যবসায়ী শুরু করেন না কেন, প্রথমদিকে মান আর কাস্টমারের সার্ভিসের থেকে বেশি ফোকাস করতে হবে । সফলতা আসবে নিজের মতো করে ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url