OrdinaryITPostAd

পুরাতন আমাশয় রোগের ঘরোয়া চিকিৎসা

পুরাতন আমাশয় রোগের এলোপ্যাথিক ঔষধের নাম  আমাশয় হল একটি পরিত্যাক তন্ত্রের রোগ ।  খুব পরিচিত একটি রোগ এটা প্রায় সবারই হয় নতুন কিছু নয় । আপনার কি আমাশয় হয়েছে? আপনি কি এই রোগ থেকে মুক্তি পেতে চাচ্ছেন? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।


ছবি


সূচিপত্র আর এই আর্টিকেলে আপনাদের জানাবো পুরাতন আমাশয় রোগের ঘরোয়া চিকিৎসা। ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনি কিভাবে আমাশয় থেকে মুক্তি পাবেন সে সম্পর্কেই আপনাদের বলব। 

আমাশয় রোগ

আমাশয় একটি পরিত্যাকতন্ত্রের রোগ । এই রোগটি জীবাণুর মাধ্যমে ছড়ায়। রোগ সম্পর্কে আমরা সবাই জানি প্রায় সবারই হয়ে থাকে। আমাশয় হয় না এমন মানুষ খুব বিরল । আমার সাধারণত মানুষের শরীরকে দুর্বল করে তুলে পানির ঘাটতি তৈরি করে শরীরে। আমাশা এমন একটি রোগ আপনাকে দুই দিনের মধ্যে ক্লান্ত করে দেবে । আপনার শারীরিক দুর্বলতা বেড়ে যাবে । 

পুরাতন আমাশয় রোগের লক্ষণ

আমাশা এমন একটি রোগ যেটা জীবাণুর দ্বারা বাহিত হয় । এই রোগ থেকে মুক্তি পেতে হলে আগে আপনাকে জানতে হবে এই রোগের লক্ষণ গুলো কি কি । আপনি যদি লক্ষণ গুলো জেনে আপনার ঠিকমতো চিকিৎসা করতে পারেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারবেন । তাই আগে আপনাকে এই রোগের লক্ষণ গুলোর জন্য জানতে হবে আপনি সত্যি কি পুরাতন আমাশয় রোগ হয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক পুরাতন আমাশয়ের লক্ষণ গুলো কি কি

  • শরীর দুর্বল হয়ে যাওয়া
  • আপনার শরীর শুকিয়ে যাবে চিকন হয়ে যাবে
  • মাঝে মধ্যে জ্বর সর্দি এসব রোগ হবে
  • বেশি বেশি পানি পিপাসা লাগবে
  • মল অনেক নরম হবে
  • আবার অনেক সময় মল অনেক শক্ত বের হবে
  • খাদ্য গ্রহণের পরেই আপনার বাথরুমে যেতে হবে
  • পেটের শব্দ হবে বা ডাকাডাকি করবে
  • পেটের কামড় দিবে
  • প্রসাব কম হবে
  • বমি বমি ভাব হবে
  • ত্বক শুষ্ক হয়ে যাবে

পুরাতন আমাশয় রোগের ঘরোয়া চিকিৎসা

আমাশয় রোগের চিকিৎসার জন্য আপনার বাহিরে যেতে হবে না আপনি ঘরে বসেই চিকিৎসা করতে পারবেন। এই রোগ মারাত্মক কোন রোগ নয় কিন্তু খুব দ্রুত আপনাকে দুর্বল করে দেবে । তাই আপনি ঘরে বসেই কিভাবে আমাশয় রোগের চিকিৎসা করবেন ঘরোয়া পদ্ধতিতে এখন এ বিষয়ে জানাবো । চলুন তাহলে জেনে নেওয়া যাক পুরাতন আমাশয় রোগের ঘরোয়া চিকিৎসা সম্পর্কে ঃ

  • ডালিম গাছের ছাল দিয়ে চিকিৎসা
  • আমাশয় রোগের চিকিৎসায় পেঁপে
  • তেতুল পাতার রস
  • আমাশয় রোগের চিকিৎসায় করা চা
  • ডাব
  • আমাশয় রোগের চিকিৎসায় অর্জুন গাছের ছাল
  • গুড়ের শরবত
  • থানকুনি পাতা দিয়ে আমাশয় রোগের চিকিৎসা


ডালিম গাছের ছাল দিয়ে চিকিৎসা

ডালিম গাছের ছালের রসের সাথে বতুয়া শাক মিশিয়ে খাবেন এতে করে দ্রুত আপনার আমাশয় ভাল হতে পারে। আপনি যদি এই খাবারটি নিয়মিত খান তাহলে খুব ভালো ফলাফল পেতে পারেন । ডালিম গাছের ছাল আমাশার রোগের জন্য খুব ভালো একটি টোটকা । এই পদ্ধতি আপনি ব্যবহার করে দেখতে পারেন আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন ।

আমাশয় রোগের চিকিৎসায় পেঁপে

আমাশয় হলে সাধারণত মানুষ পানি শূন্য হয়ে পড়ে আর পানি শূন্যতা পূরণ করার জন্য পেঁপে খুবই গুরুত্বপূর্ণ । কারণ পেপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পানি । আপনি পেঁপে রান্না করে খেতে পারেন তরকারি হিসেবে এতে আপনার পানি শূন্যতা ও পূরণ হবে আপনি সুস্থ হয়ে যাবেন ।

তেতুল পাতার রস

তেতুল পাতার রস দিয়েও আপনি আমাশয় রোগের চিকিৎসা করতে পারবেন । তার জন্য দরকার টাটকা তেতুল পাতা । আপনি কিছু টাটকা তেতুল পাতা নিবেন গরম পানিতে সেদ্ধ করে রস বের করবেন । সেই রস ঠান্ডা করে আপনি দিনে দুই থেকে তিনবার খাবেন । এর ফলে আপনার আমার সাথে খুব দ্রুত ভালো হয়ে যাবে আশা করা যায় ।

আমাশয় রোগের চিকিৎসায় করা চা

এই রোগ থেকে মুক্তি পেতে আপনি কড়া করে চা খেতে পারেন । এক কাপ পানিতে দুই থেকে তিন চা চামচ চা পাতা মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিবেন । এভাবে কড়া করে চা তৈরি করবেন এবং সাথে লেবুর রস মিশিয়ে দিবেন । এ চা যদি আপনি নিয়মিত খান তাহলে আপনি আমাশয় থেকে মুক্তি পেতে পারেন খুব তাড়াতাড়ি । 

ডাব

ডাব আমাদের জন্য খুব উপকারী এটা আমরা সবাই জানি । আমাশা রোগের ফলে আপনি পানি শূন্য হয়ে যেতে পারেন । আর এই পানি শূন্যতা পূরণ করতে ডাবের ভূমিকা অনেক । ডাব আমাদের শরীরের জন্য খুব উপকারী আমরা যদি ক্লান্তি অনুভব করি । ডাব খেলে আমাদের সেই ক্লান্তি অনুভব দূর হয়ে যায় । তাই আমাশার হলে আপনি বেশি বেশি ডাব খাওয়ার চেষ্টা করবেন এতে আপনার শরীরের পানিঘাট কি পূরণ করবে এবং আপনাকে সুস্থ করে তুলবে । 

আমাশয় রোগের চিকিৎসায় অর্জুন গাছের ছাল

অর্জুন গাছ আমাদের জন্য অনেক উপকারী কেমনে অর্জন গাছের ছাল ও আমাদের জন্য উপকারী । অর্জন গাছের ছাল দিয়ে আপনি আমার সাথে থেকে মুক্তি পেতে পারেন। অর্জুন গাছের ছাল প্রথমে ছাড়িয়ে নিবেন , এরপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিবেন , তারপরে ভালোভাবে বেটে রস বের করবেন । সেই রস এর সাথে গরুর দুধ মিশিয়ে  গরম করে খাবেন এতে করে আপনার শরীরের দুর্বলতা কমে যাবে এবং আপনাকে সুস্থ করে তুলবে ।

গুড়ের শরবত

আমাশয় রোগ ভালো করতে আপনি প্রতিদিন গুড়ের শরবত খেতে পারেন গুড়ের শরবত আপনার দেহের অনেক উপকার করবে । কারণ গুড়ের শরবত পানি ঘাটতি পূরণ করতে সাহায্য করে । প্রতিদিন সকালে খালি পেটে গুড়ের শরবত খেতে পারেন এতে অনেক উপকার পাবেন । 

থানকুনি পাতা দিয়ে আমাশয় রোগের চিকিৎসা

পুরাতন আমাশয় ভালো করার জন্য থানকুনি পাতার গুরুত্ব অনেক । থানকুনি পাতা দিয়ে খুব সহজেই আপনি আপনার পুরাতন আমশার দূর করতে পারবেন । তার জন্য কিছু টাটকা থানকুনি পাতা নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিবেন । তারপর সেটা থেকে রস বের করুন থানকুনি পাতার রসের সাথে মধু অথবা গুড় মিশিয়ে খেতে পারেন । কারণ থানকুনি পাতার রস অনেকটা তেতো হয় যার জন্য সাথে মিষ্টি জাতীয় কিছু মিশিয়ে খেতে পারেন ।

আমাশয় রোগ হলে যে খাবারগুলো খাবেন

আপনাকে অবশ্যই জানতে হবে আমার সঙ্গে রোগ হলে আপনার কোন কোন খাবার খাওয়া যাবে এবং কোন কোন খাবার খাওয়া যাবে না । এমন অনেক মানুষ আছে যারা জানেন না আমাশয় রোগের সময় কোন খাবার খাবেন । খাবার সম্পর্কে না জানলে আপনি সুস্থ হওয়ার বদলে অসুস্থ হয়ে যেতে পারেন বেশি । তাই আপনাকে জানতে হবে ওই সময় আপনার কোন খাবারগুলো খাওয়া উচিত এবং কোন খাবারগুলো খাওয়া উচিত না । চলুন তাহলে জেনে নেওয়া যাক আমার সাথে হলে আপনি কি কি খাবার খাবেন ।

  • রুটি
  • দই
  • কলা
  • ডিম
  • সাদা ভাত
  • শাকসবজি
  • ডাবের পানি
  • গুড়ের শরবত 
  • ফল
  •  লেবুর রস


উপসংহার

পুরাতন আমাশয় রোগ নাম শুনলেই বোঝা যায় এটা অনেক আগের রোগ । মানে অনেক কয়েক দিন হল এই রোগে ভুগছেন । তাই একটু সময় লাগবে এই রোগ থেকে মুক্তি পেতে । একদিনে কোন কিছুই ভালো হয় না এর জন্য আপনাকে একটু সময় নিতে হবে । পুরাতন আমাশয় থেকে মুক্তি পেতে আপনাকে যা যা করতে হবে ওপরের সবকিছুই দেওয়া আছে । আশা করি এখান থেকে আপনারা উপকৃত হবেন । 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪