OrdinaryITPostAd

পুরাতন আমাশয় রোগের এলোপ্যাথিক ঔষধের নাম

বাচ্চাদের আমাশয় ঔষধ নাম-বাচ্চাকে রাখুন সুস্থ সবল আমাশয় হলো একটি পরিত্যাগ তন্ত্রের রোগ । পরিত্যাক  তন্ত্রের এর রোগ হওয়ার এই সাবধান হওয়া উচিত । আমাশয় হলো জীবাণু বাহি রোগ আর অনেকদিন ধরে যদি আপনার আমাশয় থাকে তাহলে সেটাকে পুরাতন আমশায় বলে।


ছবি

 

সূচিপত্রআপনি কি পুরাতন আমাশার রোগের এলোপ্যাথিক ঔষধের নাম খুঁজছেন? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য । আজ এই আর্টিকেলে জানাবো পুরাতন আমাশয় রোগের এলোপ্যাথিক ওষুধের নাম ।

আমাশয় রোগ 

আমাশয় একটি পরিত্যাকতন্ত্রের রোগ । এই রোগটি জীবাণুর মাধ্যমে ছড়ায়। আমাশয় হলো রক্তের সাথে গুরুতর ডায়রিয়া । এই রোগটি সাধারণত পরজীবী ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় । আমাশয় রোগ সম্পর্কে আমরা সবাই জানি প্রায় সবারই হয়ে থাকে। আমাশয় হয় না এমন মানুষ খুব বিরল ।

আমার সাধারণত মানুষের শরীরকে দুর্বল করে তুলে পানির ঘাটতি তৈরি করে শরীরে। আমাশা এমন একটি রোগ আপনাকে দুই দিনের মধ্যে ক্লান্ত করে দেবে । আপনার শারীরিক দুর্বলতা বেড়ে যাবে । 

পুরাতন আমাশয় রোগের লক্ষণ

আমাশা এমন একটি রোগ যেটা জীবাণুর দ্বারা বাহিত হয় । এই রোগ থেকে মুক্তি পেতে হলে আগে আপনাকে জানতে হবে এই রোগের লক্ষণ গুলো কি কি । আপনি যদি লক্ষণ গুলো জেনে আপনার ঠিকমতো চিকিৎসা করতে পারেন। 

তাহলে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারবেন । তাই আগে আপনাকে এই রোগের লক্ষণ গুলোর জন্য জানতে হবে আপনি সত্যি কি পুরাতন আমাশয় রোগ হয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক পুরাতন আমাশয়ের লক্ষণ গুলো কি কি

  • শরীর দুর্বল হয়ে যাওয়া
  • আপনার শরীর শুকিয়ে যাবে চিকন হয়ে যাবে
  • মাঝে মধ্যে জ্বর সর্দি এসব রোগ হবে
  • বেশি বেশি পানি পিপাসা লাগবে
  • মল অনেক নরম হবে

  • আবার অনেক সময় মল অনেক শক্ত বের হবে
  • খাদ্য গ্রহণের পরেই আপনার বাথরুমে যেতে হবে
  • পেটের শব্দ হবে বা ডাকাডাকি করবে
  • পেটের কামড় দিবে
  • প্রসাব কম হবে
  • বমি বমি ভাব হবে
  • ত্বক শুষ্ক হয়ে যাবে

পুরাতন আমাশয় রোগের এলোপ্যাথিক ঔষধের নাম


পুরাতন আমশার রোড কি খুব পরিচিত একটি রোগ এটি খুব তাড়াতাড়ি মানুষকে দুর্বল করে তোলে । আমাশয় রোগ মানুষের শরীরে পানি শূন্যতা তৈরি করে মানুষকে দুর্বল করে ফেলে । আপনার যদি আমাশয় রোগ হয়ে থাকে ওই সময় আপনি যদি ঔষধের নাম জেনে থাকেন ।তাহলে আপনার জন্য খুব উপকার হয় খুব তাড়াতাড়ি চিকিৎসা নিতে পারবেন। তাই ঔষধের নামগুলো জেনে রাখা তো প্রয়োজন । চলুন তাহলে জেনে নেওয়া যাক পুরাতন আমাশয় রোগের এলোপ্যাথিক ওষুধের নাম গুলো কি কিঃ



  • ফ্লাজিল ট্যাবলেট
  • আলেক্সিড ট্যাবলেট
  • এমছিল ট্যাবলেট
  • সিপ্রোফ্লক্সিন
  • সেফট্রিয়াক্সন
  • জক্স ট্যাবলেট
  • রিলেক্সিড ট্যাবলেট
  • পিনাম ট্যাবলেট


ফ্লাজিল ট্যাবলেট


ফ্লাজিল ৪০০ মিলিগ্রাম এই ওষুধটি আমাশয় রোগের ঔষধ । আমাশয় রোগের জন্য এই ওষুধটি খুব জনপ্রিয় একটি ওষুধ । প্রায় প্রতিটা মানুষ এই ওষুধকে চিনে থাকেন। এই ওষুধটি শুধু পাতলা পায়খানার জন্যই মানুষ খায় না । বদহজম হলেও এই ওষুধ খাওয়া যায় আবার মাথাব্যথা হলেও অনেকে এই ঔষধ খায় । ফ্লাজিল ঔষধ সব বয়সের মানুষই খেতে পারে তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন ।

আলেক্সিড ট্যাবলেট


এই ট্যাবলেটটিও আমাশয় রোগের একটি ঔষধ । আমাশয় রোগের জন্য খুব ভালো কাজ করে এই ট্যাবলেট । আমার সাথে রোগের পাশাপাশি গ্যাসের জন্য দিয়ে থাকে ডাক্তাররা এই ওষুধ । এই ঔষধ আমাশয় রোগের পাশাপাশি গ্যাসের রোগের চিকিৎসাও করে । এই ওষুধটি সাধারণত খাবার খাওয়ার আগে খেতে হয় । তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি খাবেন অবশ্যই ।

এমছিল ট্যাবলেট


এই ট্যাবলেটটি সাধারণত আমাশয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ঔষধ । এই ট্যাবলেট আপনার শরীরের পানি শূন্যতা পূরণ করে আপনাকে সুস্থ করবে। এই ওষুধটি সাধারণত ভিটামিন সি যুক্ত হয়ে থাকে যার কারণে খুব সহজেই আপনার শরীরের পানি শূন্যতা কমিয়ে আপনাকে সুস্থ করে তুলতে পারে । এই ওষুধটি সাধারণত খাওয়ার পরে খেয়ে থাকে তবে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে।

সিপ্রোফ্লক্সিন


 আমাশয় রোগীদের জন্য এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি ওষুধ । আমাশয় রোগীকে দিনে তিনবার খাওয়ার পরে এই ওষুধ খেতে হবে । তবে ডাক্তারের পরামর্শ নিয়ে কতদিন খেতে হবে সেটা জেনে পরে খাবেন।

সেফট্রিয়াক্সন


আমার শরীরের জন্য এই ওষুধটি একটি খুব ভালো ওষুধ ।WHO স্বীকৃতি একটি বিখ্যাত  আমাশয় এর ওষুধ এটি । এই ওষুধটি শুধু আমার জন্যও কাজ করে না তার পাশাপাশি জ্বর, মাথাব্যথা , পেট ব্যথা ইত্যাদি রোগের উপশম ঘটায় এই ওষুধ । এই ওষুধটি সাধারণত খাওয়ার আগে খেতে হয় । কিন্তু এই ওষুধ খাওয়ার আগে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ।

জক্স ট্যাবলেট


এই ট্যাবলেট আমার সঙ্গে রোগের জন্য একটি ভালো ওষুধ এর ওপর আস্থা রাখা যায় । এই ঔষধি আপনাকে কাঙ্ক্ষিত সুস্থ  করে তুলবে। আপনার শরীরের পানু শূন্যতা কমিয়ে আপনাকে সুস্থ সবল করে তুলতে সাহায্য করবে। এই ওষুধটি আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন । এই ওষুধটি পুরাতন একটি ঔষধ অনেক আগে থেকেই ব্যবহার হয়ে এসেছে।

রিলেক্সিড ট্যাবলেট


এই ট্যাবলেটটি আমার সঙ্গে রোগের একটি ঔষধ । এটি খুব দ্রুত আপনাকে সুস্থ করে তুলতে সাহায্য করবে । এই ঔষধটি আমার সঙ্গে রোগের পাশাপাশি গ্যাস্ট্রিক , মাথা ব্যথা ও পেট ব্যথার জন্য ব্যবহার করা হয়। এই ওষুধটি খাওয়ার আগে খেতে হয় । এই ওষুধটি অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন।

পিনাম ট্যাবলেট


সাধারণত আমাশয় রোগের জন্য ব্যবহৃত হয় । এই ট্যাবলেট আপনার পাকস্থলীতে অ্যাসিড তৈরি করে যার ফলে আমাশয় জীবাণু বেঁচে থাকা খুব কষ্টকর হয়ে পড়ে । আর এ জীবন ও মরে যাওয়ার ফলে আপনি সুস্থ হয়ে ওঠেন । নাম ট্যাবলেট আমার শরীর রোগের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে । এই ওষুধটি সাধারণত খাওয়ার আগে তিনবার খেতে হয় । কিন্তু আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন কতদিন খেতে হবে সবকিছু জেনে নিয়ে পরে খাবেন।

লেখক এর শেষ কথা


আমার সহ রোগ একটি পরিচিত রোগ এই রোগ আপনাকে খুব তাড়াতাড়ি দূর করে তুলতে সাহায্য করে ফলে আপনি দুর্বল হয়ে যান । এই রোগ সরিয়ে পানি শূন্যতা তৈরি করে কিন্তু এই রোগ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই । আপনি যদি ওপরে দেওয়া ওষুধ গুলো খেয়ে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন । ওষুধ খাওয়ার পাশাপাশি আপনাকে নিয়ম মেনে চলতে হবে । পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পরিষ্কার পানি পান করতে হবে । সব নিয়ম মেনে চললে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খেলে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবেন ।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪