চুল পড়া বন্ধ করার সেম্পু
চুল পরা বন্ধ করার তেলের নামআপনার মাথায় অনেক চুল পড়ছে ? আপনি জানতে চাচ্ছেন চুল পড়া বন্ধ করতে কোন শ্যাম্পু ব্যবহার করবেন । এই আর্টিকেলে আজ জানাবো আপনাদের কোন শ্যাম্পু দিলে চুল পড়া বন্ধ হবে । চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন শ্যাম্পু দিলে আপনার চুল পড়া বন্ধ হবে ।
সূচিপত্র চুল পড়া বন্ধ করতে কত কিছুই না করে থাকেন তো কিছুতেই চুল পড়া বন্ধ হতে চায় না এ নিয়ে আপনি খুব চিন্তিত আছেন নিশ্চয়ই । তাই আপনাদের কথা ভেবে আজ আমি চুল পড়া বন্ধ করার জন্য কি শ্যাম্পু ব্যবহার করবেন এই আর্টিকেলে তুলে ধরলাম ।
চুল পড়া বন্ধ করতে শ্যাম্পু যেভাবে ব্যবহার করবেন
এমন অনেক মানুষ আছে যারা শ্যাম্পু কিভাবে ব্যবহার করবে কতদিন পর পর ব্যবহার করবে এটাও জানে না । ঠিকঠাক মতো শ্যাম্পু করতে না পারায় চুলের যত্ন না নেওয়া চুল পড়া অনেকটাই বেড়ে যায় । তাই আপনাকে আগে জানতে হবে কতদিন পর পর এমন কিভাবে শ্যাম্পু ব্যবহার করবেন।
দুই থেকে তিন দিন শ্যাম্পু ব্যবহার করতে হবে এবং শ্যাম্পু করার পরে কন্ডিশনার দিতে পারেন । পেতে চুল আরো মসৃণ নরম এবং সুন্দর হবে । কিন্তু এমন অনেক মানুষ আছে কন্ডিশনার মাথার স্কেলকে লাগায় ফলে চুল পড়া শুরু করে । কন্ডিশনার সাধারণত মাথার স্কিন থেকে 2 ইঞ্চি উপরে লাগাতে হয় ।
আরো পরুন ঃচুল গজানোর তেলের নাম
শ্যাম্পু করার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে মাথায় তেল দিয়ে নিবেন তারপরে শ্যাম্পু দিয়ে ভালোভাবে মাথা পরিষ্কার করে নেবেন । এতে করে আপনার চুল আরও বেশি সুন্দর হবে । চুলের যত্নে আপনাকে এভাবে শ্যাম্পু ব্যবহার করতে হবে । প্রতিদিন মাথায় শ্যাম্পু লাগাবেন না এতে স্কিম অয়েল থাকে সেটা ড্যামেজ হয়ে যায় ফলে চুল নষ্ট হয়ে যায় চুল পড়া বেড়ে যায়।
আপনি যেভাবে আপনার চুলের যত্ন নিবেন
চুল পড়া বন্ধ করতে আপনাকে চুলের প্রতি যত্নশীল হতে হবে এবং মনোযোগী হতে হবে । সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পু করবেন কন্ডিশনাল লাগাবেন । সাথে দুই থেকে তিন দিন মাথায় তেল দিবেন এতে করে আপনার চুল ভালো হবে সুন্দর হবে মসৃণ হবে । আমরা অনেকেই আছি গোসল করার পর চুল গামছা বা তয়েলা দিয়ে ঝারি । আপনি যদি গোসল করার পরে আপনার ভেজা চুলে বাড়ি দেন তাহলে চুলের আগা ফেটে যায় এবং চুল নষ্ট হয়ে যায় ।
আরও পরুন ঃ অতিরিক্ত চুল পড়া বন্ধ করার উপায়-৭টি কার্যকর সমাধান
তাই চুলকে ভালো রাখতে গেলে সুন্দর রাখতে গেলে গোসল করার পরে ভেজা চুলে বাড়ি দেবেন না বা ছাড়বেন না। ভেজা চুলে চিরুনিও করবেন না যখন চুলের গোড়া নরম থাকে তাই যদি আপনি ভেজা চুল চিরুনি করেন তখন চুল উঠে যাবে । আপনাকে এই কাজগুলো করতে হবে তাহলে আপনার চুল ভালো থাকবে ।
চুল পড়া বন্ধ করতে হিমালয়া হারবালস ড্যামেজ রিপেয়ার প্রোটিন শ্যাম্পু
চুল পড়া বন্ধ করতে হিমালয়া হারবালস ড্যামেজ রিপেয়ার প্রোটিন শ্যাম্পু খুব উপকারী একটি উপাদান । আপনার চুল যদি শুষ্ক হয়ে থাকে , ড্যামেজ হয়ে থাকে তাহলে এই শ্যাম্পু আপনার জন্য একদম পারফেক্ট । এই শ্যাম্পু আপনার চুল পড়া বন্ধ করে চুলকে সুন্দর করে তুলবে শাইনিং একটা ভাব নিয়ে আসলে চুলের মধ্যে ।
চুল পড়া রোধ করতে বায়োটিক বায়োক্যাল প্রোটিন শ্যাম্পু
বায়টিক বায়োটার প্রোটিন শ্যাম্পুতে ন্যাচারাল প্রোটিন , পিপারমেন্ট অয়েল , পুদিনা পাতা এইসব উপাদান থাকায় এটি একটি আয়ুর্বেদিক শ্যাম্পু । আপনি যদি মনে মনে ভাবেন আয়ুর্বেদিক শ্যাম্পু ব্যবহার করবেন তাহলে এই শ্যাম্পু আপনার জন্য । বাজারে যেকোনো কসমেটিক্সের দোকানে এই শ্যাম্পু পেয়ে যাবেন ।
চুলের যত্নে লরিয়াল প্যারিস ফল রিপেয়ার অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু
আপনি নিশ্চয়ই লরিয়াল শ্যাম্পু চিনেন এবং এই শ্যাম্পু সম্পর্কে জানেন এটি একটি জনপ্রিয় ভালো শ্যাম্পু । এই শ্যাম্পু আপনার মাথার চটটাতে ভাব এবং দূর করে তুলকে সুন্দর মসৃণ ঝলমলে করে তুলবে । আপনার মাথার স্কিন যদি ওয়েলি হয়ে থাকে তাহলে এই শ্যাম্পু আপনার জন্য । চুলের অয়েলই ভাব দূর করতে আপনি লরির প্যারিস ফল হেয়ার অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
চুল পড়া বন্ধ করতে ইন্দুলেখা ক্লিনজার
ইন্দুলেখা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি এটি একটি আয়ুর্বেদিক পণ্য । আপনার পছন্দ লিস্টে যদি আয়ুর্বেদিক থাকে তাহলে আপনি ইস ক্লিনজার ব্যবহার করে দেখতে পারেন । এই ক্লিনজারটি আপনার চুল পড়া বন্ধ করে চুল গজাতে এবং দ্রুত বৃদ্ধি পেতে সাহায্য করবে।
চুলের যত্নে ডাভ শ্যাম্পু
আমাদের প্রায় অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে এই শ্যাম্পু । এই শ্যাম্পু আপনার চুলকে সুন্দর মসৃণ করে তুলবে ঝলমলে করবে । চুলকে করবে মোলাইম আপনার চুলের ওয়েলি ভাব দূর করবে। আপনি যতবার চুল উঠবেন ততই দেখবেন সুন্দর হয়ে উঠছে । চুল পড়া বন্ধ করতে আপনি এই শ্যাম্পু ব্যবহার করতে পারেন ।
অজি এক্স ঠিক এন্ড ফুল বায়োটিন এন্ড কোলাজেন শ্যাম্পু
এই সম্পত্তি হচ্ছে কোলাজেনযুক্ত আর কোলাজেন আমাদের স্কিনের জন্য খুব উপকারী। আপনার চুল যদি পাতলা হয়ে থাকে তাহলে এই শ্যাম্পু ব্যবহার করবেন। এই শ্যাম্পু পাতলা চুলকে ঘন করে এবং চুলের গোড়া থেকে চুলকে মজবুত করে তোলে । তাই আপনার চুল পড়া বন্ধ করতে আপনি এই শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
চুল পড়া রোধের প্যান্টিন শ্যাম্পু
আমরা কম বেশি সবাই এই শ্যাম্পু চিনে থাকি সে শ্যাম্পু আমাদের চুলের জন্য খুব উপকারী । এই শ্যাম্পু ব্যবহারে আপনার চুল ওঠা বন্ধ হবে এবং চুলকে সুন্দর ও মসৃণ করে তুলবে । আপনার সমস্যা থেকে সমাধান পেতে আপনি এই সাম্প্রতি ব্যবহার করতে পারেন।
ট্রেসমি হেয়ার শ্যাম্পু
এই শ্যাম্পু ব্যবহারে আপনার চুল হবে সিল্কি মসৃণ ও ঝলমলে সুন্দর । এই শ্যাম্পুটি হলো ক্যারোটিন যুক্ত শ্যাম্পু । আপনি যদি আপনার চুলকে স্ট্রেট করেন ইস্টেট করা চুল অনেক রুক্ষ হয়ে থাকে সেই রুক্ষতা থেকে মুক্তি পেতে আপনি এই শ্যাম্পু ব্যবহার করতে পারেন ।
আমার শেষ কথা
চুল পড়া সমস্যা কমবেশি সবারই থেকে থাকে । এর জন্য চিন্তা না করে আপনাকে সহজ সমাধান খুঁজে বের করতে হবে । আপনি যদি মনে করেন শ্যাম্পুর মাধ্যমে আপনার চুল পড়া বন্ধ করবেন। তাহলে উপরে দেওয়া শ্যাম্পুর যেটা আপনার স্কিনের জন্য প্রয়োজন অথবা আপনার পছন্দ সেটা ব্যবহার করে দেখতে পারেন । আপনি যদি আপনার স্কিন অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করেন তাহলে চুল পড়া খুব তাড়াতাড়ি কমে যাবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url